ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

 চতরবাজারে ১২৮ তম এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ২৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত প্রযুক্তি নিয়ে গাজীপুরের চতরবাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে’র ১২৮ তম এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার আনুষ্ঠানিক চালু করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সানি সোলার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা রুহেল আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব রফিকুল ইসলাম কালু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. মঞ্জুর হোসাইন মাওলানা, ২২,২৩ ও ২৪ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর আফসানা আক্তার, মদন মোহন কর্মকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং, এমটিবি, মো. তৌফিকুল আলম চৌধুরী।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, এমটিবি, মো. সাইফুল হক জুনিয়র অ্যসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার, গাজীপুর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মো. ফরহাদ হোসেন এবং মো. জাহিদ হাসানসহ অনেকে। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি